মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন

ফেনীতে ডাকাতির প্রস্তুতির সময় তিন ডাকাত অস্ত্রসহ গ্রেপ্তার

ফেনীতে ডাকাতির প্রস্তুতির সময় তিন ডাকাত অস্ত্রসহ গ্রেপ্তার

ফেনী প্রতিনিধিঃ ফেনীর ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ এলাকা থেকে ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুতি নিতে থাকা তিন জনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে ফাজিলপুর হাইওয়ে থানা পুলিশ।

মঙ্গলবার (৭ অক্টোবর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি অ্যাম্বুলেন্সের ওপর পুলিশ তল্লাশি পরিচালনা করার সময় তাদের আটক করা হয়। এই সময় ডাকাতির জন্য ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম এবং অ্যাম্বুলেন্সটি উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের বাসিন্দা সিএনজি চালক মো. রিফাত (২২), একই উপজেলার লক্ষ্মীপুর গ্রামের পিকআপ চালক মো. রাসেল (২৩) এবং আবদুল হালিমের পুত্র মো. শাহাদাত।

ফাজিলপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, মঙ্গলবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ এলাকায় টহল দেওয়ার সময় পুলিশ একটি অ্যাম্বুলেন্সকে সন্দেহজনক মনে করে। পুলিশ উপস্থিত হলে দেখা যায়, অ্যাম্বুলেন্স থেকে তিনজন পালানোর চেষ্টা করছে। তারপর পুলিশ বিস্তারিত অভিযান চালিয়ে তাদের আটক করে। ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে তিনটি ধারালো ছুরি, একটি রশি এবং তিনটি মোবাইল ফোন। ফেনীর নিউ উপশম জেনারেল হাসপাতালের নাম লেখা একটি অ্যাম্বুলেন্সও জব্দ করা হয়েছে।

ওসি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ডাকাতির উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিল বলে স্বীকার করেছে। তাদের মধ্যে অ্যাম্বুলেন্স চালকই নেতৃত্ব দিত। ফাজিলপুর হাইওয়ে থানার এসআই আবু নোমান এ ঘটনায় ছাগলনাইয়া থানায় ডাকাতি প্রস্তুতির মামলা দায়ের করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com