বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০২:১৯ পূর্বাহ্ন
ফটিকছড়ি ( চট্টগ্রাম ) প্রতিনিধি।। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীরের নেতৃত্বে ফটিকছড়িতে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
১৪ জুলাই বিকেলে ফটিকছড়ি পৌরসভাস্থ দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক প্রদক্ষিণ করে বিবিরহাট বাজার এলাকা ঘুরে আবার একই স্থানে এসে শেষ হয়।
মিছিলে উপজেলার ১৮টি ইউনিয়ন ও দুটি পৌরসভার বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। বিক্ষোভ মিছিল শুরুর আগে দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় সভাপতিত্ব করেন ফটিকছড়ি পৌর বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন।