বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০২:১৯ পূর্বাহ্ন

ফটিকছড়িতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল

ফটিকছড়িতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল

ফটিকছড়ি ( চট্টগ্রাম ) প্রতিনিধি।। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীরের নেতৃত্বে ফটিকছড়িতে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

১৪ জুলাই বিকেলে ফটিকছড়ি পৌরসভাস্থ দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক প্রদক্ষিণ করে বিবিরহাট বাজার এলাকা ঘুরে আবার একই স্থানে এসে শেষ হয়।

মিছিলে উপজেলার ১৮টি ইউনিয়ন ও দুটি পৌরসভার বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। বিক্ষোভ মিছিল শুরুর আগে দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় সভাপতিত্ব করেন ফটিকছড়ি পৌর বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com