সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ১২:৪৮ অপরাহ্ন
আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় বিএনপি’র সন্ত্রাস, নৈরাজ্য রাষ্ট্র নায়ক জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুন) সকালে বৃষ্টিকে উপেক্ষা করে সারা দেশের সাথে একযোগে পৌর যুবলীগ কার্যালয়ের সামনে থেকে উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে একটি বিশাল বিক্ষোভ মিছিল পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় পৌর যুবলীগ কার্যালয়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হন।
উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. শওকত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ গোলাম মোস্তফার সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ আলহাজ কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হাজী রফিকুল ইসলাম রফিক, জেলা আওয়ামীলীগ নেতা আলহাজ এম এ ওয়াহেদ, উপজেলা আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক আফরোজ খান আরিফ, উপজেলা আওয়ামীলের দপ্তর সম্পাদক কাজিম উদ্দিন আহম্মেদ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মাস্টার, আওয়ামীলীগ নেতা সাদিকুর রহমান তালুকদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আবুল কালাম আজাদ, পৌর মেয়র ডাঃ মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইসচেয়ারম্যান ড. সেলিনা রশিদ, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক এজাদুল হক পারুল, ভালুকা আঞ্চলিক শ্রমীকলীগ সভাপতি আলহাজ নজরুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আলহাজ জাকির হোসেন শিবলী, সাধারণ সম্পাদক আসদুজ্জামান সানা, উপজেলা কৃষকলীগ সভাপতি আহসান হাবিব মোহন, ছাত্র লীগের সাবেক সভাপতি খোকন হোসেন ঢালী, মনিরুজ্জামান মামুন, পৌর যুবলীগের সভাপতি আলমগীর হোসেন সোহেল, ছাত্র লীগের সভাপতি ইফতেখার আহাম্মেদ সুজন, সাধারণ সম্পাদক অনিক তালুকদার সহ আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নের মহাসড়কে অবস্থান করছে ঠিক সে সময় বিএনপি-জামায়াত দেশে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশ বিরোধী ষড়যন্ত্র করছে। বাংলাদেশ আওয়ামীগের নেতাকর্মীরা মাঠে থেকে এসব ষড়যন্ত্র মোকাবেলা করবে।