মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৪:৪০ অপরাহ্ন

পিকআপ- সিএনজি সংঘর্ষে শিশুসহ নিহত ২

ফেনী প্রতিনিধিঃ ফেনীর ফুলগাজীতে সিএনজি ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। শনিবার (২৫ নভেম্বর) সকাল ৮টার দিকে ফুলগাজীর শনিরহাটে (মনিপুরে) এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ফুলগাজীর আমজাদের হাট টু মুন্সিরহাট সড়কের মনিপুরে পিকআপ ও সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ৮ মাসের শিশু আনাস ও সিএনজি চালক মোহাম্মদ সাইফুল ইসলাম (২৫)সহ ৫ জন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের হাসপাতালে নেয়ার পথেই আনাস ও সাইফুল মৃত্যুবরণ করে।

নিহতরা হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া এলাকার আকরাম হোসেনের ছেলে আনাস ও ফুলগাজীর আমজাদহাট ইউনিয়নের হাড়ী পুষ্কুরনি গ্রামের মৃত নুর হোসেনের ছেলে অটোরিকশার চালক মোহাম্মদ সাইফুল ইসলাম (২৫)।

ফুলগাজী থানার ওসি আবুল হাসিম নিহত ও আহতের সত্যতা নিশ্চিত করে জানান, পিকআপ চালক শাহীনকে আটক করা হয়েছে ও মামলার প্রস্তুতি নেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com