শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০১:৪৮ অপরাহ্ন
মো. বিপ্লব, রাণীংশকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:: বিএনপি নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে দেশে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা অতীতে সরকার পরিচালনা করেছি। জানি কীভাবে রাষ্ট্র চালাতে হয়। তাই প্রতিশ্রুতি দিচ্ছি—বিএনপি ক্ষমতায় গেলে কর্মসংস্থানের অভাব থাকবে না।
বুধবার (১৫ অক্টোবর) ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার গড়েয়া ইউনিয়নে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
দেশকে আগে বাঁচান
সমাবেশে মির্জা ফখরুল বলেন, দেশ এখন বিভাজনের রাজনীতিতে ডুবে আছে। আগে এসব দাবি-দাওয়া বাদ দিয়ে দেশকে বাঁচাতে হবে। মানুষের ন্যায্য ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে মানুষ শান্তিতে থাকবে, নিরাপত্তা পাবে।
পিআর পদ্ধতি নিয়ে সংশয়
প্রতিনিধিত্বমূলক অনুপাত (পিআর) পদ্ধতি সম্পর্কে বিএনপির মহাসচিব বলেন, এই পদ্ধতিটা এখনো সাধারণ মানুষ বোঝে না। আমি নিজেও স্পষ্টভাবে বুঝি না। এমন পদ্ধতির দাবি এখন তোলা ঠিক নয়। আগে একটি নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি হোক, তার পরে এসব আলোচনায় যাওয়া যাবে।
পরিবার কার্ড ও শিক্ষা-স্বাস্থ্যে গুরুত্ব
বিএনপির মহাসচিব জানান, দল ক্ষমতায় এলে প্রত্যেকটি পরিবারকে দেওয়া হবে ‘ফ্যামিলি কার্ড’, যার মাধ্যমে সরকারিভাবে বিভিন্ন সুবিধা মিলবে। এই কার্ডের মাধ্যমে চেয়ারম্যান ও মেম্বারদের কাছ থেকে বাড়তি গুরুত্বও পাবে পরিবারগুলো।
তিনি বলেন, স্বাস্থ্য ও শিক্ষাকে বিশেষভাবে অগ্রাধিকার দেওয়া হবে। কারণ একটি জাতিকে উন্নত করতে হলে এই দুটি খাতকে গুরুত্ব না দিয়ে উপায় নেই।
স্থানীয় নেতৃত্বের উপস্থিতি
অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা সভাপতি আব্দুল হামিদ, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম, সাবেক সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদসহ হিন্দু সম্প্রদায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
বক্তারা সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেন এবং অবিলম্বে নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান।