শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

পাটগ্রামে শক্ত প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই পুনরায় চেয়ারম্যান নির্বাচিত বাবুল

লালমনিরহাট প্রতিনিধি।।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই মোঃ রুহুল আমীন বাবুল বেসরকারিভাবে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বুধবার (৮ মে) ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে লালমনিরহাট জেলার (হাতীবান্ধা ও পাটগ্রাম) দুইটি উপজেলায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

পাটগ্রাম উপজেলায় মোঃ রুহুল আমীন বাবুল (আনারস) প্রতিক নিয়ে ৫৬ হাজার ১ শত ৪৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ ওয়াজেদুল ইসলাম শাহীন (ঘোড়া) প্রতিক নিয়ে পান মাত্র ৯ শত ৩৫ ভোট।
এই উপজেলায় ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মোঃ মোফাজ্জল হোসেন লিপু (টিউবওয়েল) প্রতিক নিয়ে ২৯ হাজার ১শত ৩৬ ভোট এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে রেজওয়ানা পারভীন (ফুটবল) প্রতিক নিয়ে ২৬ হাজার ২১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, ওই উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮১ হাজার ৯৮ জন এবং ভোট কাস্ট হয় ৫৭ হাজার ৪ শত ৩১ টি।

এর আগে, বৃহস্পতিবার (২ মে) দুপুরে চেয়ারম্যান প্রার্থী মোঃ ওয়াজেদুল ইসলাম শাহীন (ঘোড়া মার্কা) তার নিজের ফেসবুক প্রোফাইলের টাইমলাইনে একটি ভিডিও বার্তায় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এর ফলে চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com