সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০৮:৩৩ পূর্বাহ্ন

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ভালুকায় আনন্দ র‌্যালী

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়নসিংহের ভালুকায় ‘আমার টাকায় আমার সেতু, বাংলাদেশের পদ্মা সেতু’ শ্লোগানকে সামনে নিয়ে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ভালুকা মডেল থানা পুলিশ ও ভরাডোবা হাইওয়ে পুলিশের উদ্যোগে আনন্দ র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে ভালুকা মডেল থানা থেকে ওই আনন্দ র‌্যালীটি বের হয়ে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে মিলিত হয়।

র‌্যালীতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন, ভরাডোবা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রিয়াদ মাহমুদ, মডেল থানার ইন্সপেক্টর তদন্ত জাহাঙ্গীর আলম, ইন্সপেক্টর অপারেশন সজিব রহমান, ভালুকা প্রেসক্লাব সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এজাদুল হক পারুল, মল্লিকবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকরাম হোসাইন, মেদুয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেসমিন নাহার রানী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকির হোসেন শিবলী, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সানা, ভালুকা দলিল লেখক সমিতির সভাপতি নূরে আলম সিদ্দিকী স্বপন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইফতেখার আহাম্মেদ সুজন প্রমুখ।

র‌্যালী শেষে সাধারণ মানুষেন মাঝে ভালুকা মডেল থানা পুলিশের পক্ষ থেকে মিষ্টি বিতরণ করা হয়। র‌্যালী শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন, ‘পদ্মা সেতুর উদ্বোধন একটি স্বপ্নের উন্মোচন। এ সেতু আমাদের অহংকার, গৌরব ও সক্ষমতার প্রতীক। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চ্যালেঞ্জ ছিলো এই পদ্মা সেতু। এই চ্যালেঞ্জে আমরা বীরের ন্যায় সফল হয়েছি।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com