রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১১:১৩ অপরাহ্ন

পঞ্চগড়ে মাদক ডিলার হেলাল আটক

মোঃ এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধি:: পঞ্চগড়ে চার হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হেলাল উদ্দিন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী। হেলাল উদ্দিন বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের ঘাগড়া এলাকার মৃত হাসান আলীর ছেলে৷ সে সাইকেল মেকানিকের কাজ করতো।

শনিবার (২ আগস্ট) রাতে বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের ঘাগড়া এলাকায় পঞ্চগড় সেনা কমান্ডার মেজর আদনান মোর্শেদ আল হকের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

এসময় মাদক বিক্রির দুই লাখ ১৮ হাজার ২৬০ টাকা জব্দ করে সেনাবাহিনী। পরে তাকে বোদা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, সেনাবাহিনীর অভিযানে আমাদের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। ওই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে আজ দুপুরের দিকে তাকে আদালতে তোলা হবে।

সেনাবাহিনী জানায়, হেলাল নামে একজন ব্যক্তি দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তিনি ভারতের মাদক ব্যবসায়ীদের মাধ্যমে মাদক নিয়ে আসতেন। পঞ্চগড়ের প্রধান মাদকের ডিলারদের মধ্যে তিনি একজন। ২ আগস্ট তিনি বিপুল পরিমাণ মাদক বাংলাদেশে নিয়ে আসার কথা ছিল। পরবর্তীতে, পঞ্চগড় আর্মি ক্যাম্পের নিয়মিত টহল দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী হেলালকে হাতেনাতে আটক করে। এসময় ওই মাদক ব্যবসায়ীর বাসার একটি ট্রাঙ্কের ভেতর থেকে চার হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও দুই লাখ ১৮ হাজার ২৬০ টাকা জব্দ করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য চার লাখ টাকা।

পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আদনান মোর্শেদ আল হক বলেন, আমাদের কাছে তথ্য ছিল বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ এলাকার এই সাইকেল মেকানিক দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন। তিনি ট্যাপেন্টাডল ট্যাবলেটের একজন প্রধান ডিলার। অভিযান পরিচালনা করে তাকে ধরা হয়েছে। এ ব্যাপারে পুলিশ যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com