শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০২:২২ পূর্বাহ্ন

পঞ্চগড়ের সীমান্তে পাঁচ নারীকে ফেরত দিল বিএসএফ

মোঃএনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধি॥
ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের দায়ে আটক হওয়া পাঁচজন বাংলাদেশি নারীকে পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কাছে ফেরত দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
গতকাল দুপুরে পঞ্চগড়ের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ি সীমান্তে পতাকা বৈঠক শেষে তাদের বিজিবির হাতে তুলে দেয় বিএসএফ। এতে পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি)-এর বাংলাবান্ধা বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার সফিকুল ইসলাম এবং ভারতের ১৮/ফুলবাড়ী বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার আরভিন্দ পাঠানিয়া উপস্থিত ছিলেন।

জানা যায়, তারা এক বছর আগে অবৈধভাবে যশোর ও বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে এবং বাসা-বাড়ি ও পার্লারের কাজ করছিলেন। গত ১৬ মে গুজরাট এলাকায় ভারতীয় সিআইডি পুলিশ তাদের আটক করে। পরবর্তীতে ১৭ মে তাদেরকে মহারাষ্ট্রের পালঘরের একটি মহিলা আশ্রয়কেন্দ্রে রাখা হয়। সেখান থেকে ১৭ আগস্ট ট্রেনে করে শিলিগুড়ির ফুলবাড়ী বিএসএফ ক্যাম্পে আনা হয়। সেখান থেকে বৃহস্পতিবার পতাকা বৈঠকের মাধ্যমে দুপুরে তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

আটককৃতরা হলেন, বাংলাদেশের সাতক্ষীরার কলারোয়া এলাকার জেসমিন সুলতানা (৩৬), পারভীন খাতুন (৩৮), মাগুরা জেলার মোহাম্মদপুর এলাকার শিরিনা পারভীন (৩২), নওগাঁ বদলগাছি এলাকার আমিনা আক্তার (৪০) ও বাগেরহাট মোড়লগঞ্জ এলাকার লাবনী আক্তার (৩০)।

পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. নজির হোসেন বলেন, বিজিবি ৫ নারীকে থানায় হস্তান্ত করে। তবে ওই নারীদের পরিবারের সদস্যরা আগেই থানায় জিডি করে রাখায়, এবং তেঁতুলিয়া মডেল থানায় উপস্থিত থাকায় পরিবারের সদস্যদের হাতে তুলে দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com