শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৫:৪৭ অপরাহ্ন

নেতৃত্বের কারণে উন্নয়ন বঞ্চিত রায়পুর উপজেলা আ’লীগের দলীয় প্রার্থী নুর উদ্দিন

লক্ষ্মীপুর প্রতিনিধি:: আসন্ন লক্ষ্মীপুর-২ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড: নুর উদ্দিন চৌধুরী নয়ন বলেছেন, বিগত সময়ে নেতৃত্বের অভাবের কারনে সংসদীয় আসন রায়পুর উপজেলা ও সদর আংশিক উন্নয়ন বঞ্চিত ছিল।

উন্নয়ন বৃদ্ধি করতে সকলকে আসন্ন জাতীয় সংসদ উপ-নির্বাচনে তাকে নৌকা মার্কা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।

বিগত ১২ বছর লক্ষ্মীপুর-২ আসন্ন বঞ্চিত ছিল। উন্নয়ন দ্রুত সময় করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছে।

তিনি গত ২ মাস ব্যাপক যাচাই-বাছাই করে আমাকে মনোনয়ন দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীসহ সকলের কাছে আমি কৃতজ্ঞ। তিনি আগামী ১১ এপ্রিল সংসদ উপনির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার জন্য সকলের প্রতি আহবান জানান।

আজ মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে রায়পুর ও সদর উপজেলার দালাল বাজারে পৃথক পৃথক সভায় এসব কথা বলেন।

এর আগে দুপুর ১১টা দিকে লক্ষ্মীপুর-চাঁদপুর সীমানা থেকে তাকে বরণ করতে শতাধিক মোটরসাইকেল নিয়ে আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে বরণ করে নেয়। সভার পূর্বে রায়পুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। রায়পুরের সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদ, সাবেক মেয়র ইসমাইল হোসেন, বর্তমান নবনির্বাচিত মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, কাজী জামসেদ কবির বাকি বিল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অপরদিকে দালাল বাজার সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক নুর নবী চৌধুরী, সাবেক সদর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাসেম চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান একে এম সালাহ উদ্দিন টিপু, মুক্তিযোদ্ধা নুরেরজ্জামান চৌধুরী, শেখ জামাল রিপন প্রমুখ।

এডভোকেট নয়ন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক। তিনি জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন।

এর আগে সোমবার (৮ মার্চ) বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে তার পক্ষে ওই আসনের প্রত্যেক ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

পরে শনিবার (১৩ মার্চ) দুপুরে গণভবনে দলের সংসদীয় এবং স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়নকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন (নৌকা প্রতীক) দেওয়া হয়।

এ আসনের উপ-নির্বাচন ১১ এপ্রিল। মনোয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ মার্চ। মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১৯ মার্চ। প্রত্যাহারের শেষ তারিখ ২৪ মার্চ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com