বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৮:৪০ পূর্বাহ্ন

নাইজেরিয়ায় ভয়াবহ বন্যায় ১১৫ জনের মৃত্যু

নাইজেরিয়ায় ভয়াবহ বন্যায় ১১৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: নাইজেরিয়ায় ভয়াবহ বন্যায় অন্তত ১১৫ জনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দেশটির কর্তৃপক্ষ জানায়, নাইজার প্রদেশে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। প্রাণ হারায় শতাধিক, এখনো অনেকে নিখোঁজ রয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, প্রদেশের মোকা শহরে বুধবার রাত থেকে ভারি বৃষ্টি শুরু হয়, বৃহস্পতিবার সকাল পর্যন্ত চলে এই বৃষ্টি। গতকাল শুক্রবার পর্যন্ত উদ্ধার অভিযান চলেছে বলে জানিয়েছে প্রদেশের জরুরি ব্যবস্থাপনা সংস্থার একজন মুখপাত্র।

মুখপাত্র হুসেইনি জানান, এখন পর্যন্ত আমরা ১১৫ জনের মরদেহ উদ্ধার করেছি। আমাদের আশঙ্কা এই সংখ্যা আরও বাড়তে পারে। কারণ পাহাড়ি ঢল এসে নাইজার নদীতে সবাইকে ভাসিয়ে নিয়ে গেছে। তাই ক্রমাগত মৃতের সংখ্যা বাড়ছে। ৩ হাজারেরও বেশি বাড়ি ধসে গেছে।

দেশটিতে প্রতি বর্ষায় এই ধরনের দুর্যোগ ঘটছে। নদীর তীরে বা নিচু এলাকায় বসবাসকারীদের উচ্চভূমিতে সরে যেতে নিয়মিত সতর্কতা দেওয়া হয়। কিন্তু তারপরও বহু প্রাণহানি এবং সম্পদহানি অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com