বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ১০:১৪ অপরাহ্ন

নবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন

নিজস্ব প্রতিবেদক:: “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্যে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলার প্রধান ফটক থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা করা হয়। আয়োজন করেন নবাবগঞ্জ উপজেলা প্রশাসন ও বিআরটিএ, ঢাকা জেলা সার্কেল।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আছমা জাহান, নবকলি পরিবহন এর পরিচালক আজিজুল হক মিতু, দোহার নবাবগঞ্জ বাস মালিক সমিতির নেতা চন্দন মন্ডল, চুড়াইন ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মাহবুবুর রহমান (লিটন), ঢাক জেলা বিআরটিএ কর্মকর্তা মো. হাসান।

বক্তারা বলেন, নিরাপদ সড়ক বাস্তবায়নে চালক সহকারীসহ সবাইকে সর্তক থাকতে হবে। পথচারীকেও এ বিষয়ে সচেতনতা থাকা জরুরী। সভায় সম্প্রতি নবাবগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়। উঠতি যুবকদের হাতে দামী মোটরসাইকেল তুলে না দিতে বাবা মাসহ অভিভাবকদের প্রতি আহবান জানান বক্তারা।

এসময় উপস্থিত ছিলেন যন্ত্রাইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জয়নাল আবেদীন, বাবু লাল মোদক, উপজেলা পাট সহকারী কর্মকর্তা রুস্তম আলী ও উপজেলা রেড ক্রিসেন্ট স্যোসাইটির স্বেচ্ছাসেবক কর্মীগণ ও বীর মুক্তিযোদ্ধারা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com