a b
- ২১ জানুয়ারী, ২০২৬ / ৫৪ জন দেখেছেন
নিজস্ব প্রতিবেদক: বিগত সময়ের মত এবছরও রাজধানীর পাশে ঢাকার নবাবগঞ্জে অবৈধভাবে চলছে কৃষিজমির মাটি বিক্রি। এসব মাটি কেটে বিক্রি করা হচ্ছে আশপাশের বিভিন্ন ইটভাটায়৷ তিন ফসলি বা দুই ফসলি জমিগুলোর মাটি বিক্রি করা হচ্ছে। বেশি টাকার লোভ দেখিয়ে একশ্রেনীর মাটি ব্যবসায়ীরা জমি মালিকদের কাছ থেকে চুক্তিভিত্তিক বা ক্রয় করে কৃষিজমির মাটি কেটে নিয়ে যাচ্ছে। কিন্তু সমসাময়িক লাভবানের আশায় যেমন বিলীন হয়ে যাচ্ছে কৃষিজমি৷ ‘তাই আগামীতে নবাবগঞ্জের কৃষিখাতে ফসল উৎপাদনে হুমকি হয়ে দাড়াতে পারে বলে মনে করছেন কৃষি দফতর৷
এদিকে এসব অবৈধভাবে কৃষিজমির মাটি বিক্রি বন্ধে তৎপর রয়েছে নবাবগঞ্জ উপজেলা প্রশাসন৷ মঙ্গলবার(২০ জানুয়ারি) বিকেলে উপজেলার চুড়াইন মরিচপট্টি এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসিফ রহমান।
এসময় অবৈধভাবে মাটি কেটে বিক্রির দায়ে মোস্তাক খান নামের এক ব্যক্তিকে ৩ লাখ টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট।
বিষয়টি নিশ্চিত করে তিনি গণমাধ্যমকে বলেন, ‘ অবৈধভাবে মাটি কেটে বিক্রি করা হচ্ছে এমন অভিযোগ পেয়ে অভিযান পরিচালনা করা হয়৷ এসময় ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়া যায়৷ এরসঙ্গে জড়িত মোস্তাক খান নামের এক ব্যক্তিকে ৩ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ‘ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান চলমান থাকবে৷ অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার কোন সুযোগ নেই।
Like this:
Like Loading...
Related