বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ১২:১০ পূর্বাহ্ন

নড়াইল যশোর বেনাপোল মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ

নড়াইল প্রতিনিধি : ঢাকা-কালনা-নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কের লোহাগড়ার লক্ষীপাশা চৌরাস্তা বাজার এলাকায় সড়ক ও জনপথ বিভাগের রাস্তার ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উদ্ধর্তন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিমেষ বিশ্বাস ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আফরিন জাহানের নেতৃত্বে ওই স্থানের ছোট-বড় একশটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রট অনিমেষ বিশ্বাস বলেন, সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলমান থাকবে। পর্যায়ক্রমে অন্যান্য এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com