মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৫:৪০ অপরাহ্ন

নড়াইলে সেনা অভিযানে দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজাসহ আটক ৬

নড়াইলে সেনা অভিযানে দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজাসহ আটক ৬

এস এম আলমগীর কবির, নড়াইল প্রতিনিধি:: নড়াইলের কালিয়া উপজেলায় সেনাবাহিনীর টহল দল অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ইয়াবা ও গাঁজাসহ ৬ জনকে আটক করেছে। পরে আটককৃতদের নড়াগাতি থানায় হস্তান্তর করা হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) দিবাগত রাতে কালিয়া উপজেলার খাসিয়াল এবং বড়দিয়া গ্রামে অভিযান চালিয়ে সেনাবাহিনী তাদের আটক করে।

আটককৃতরা হলেন, পুটিমারী গ্রামের আকাশ, খাসিয়াল গ্রামের আকবার উদ্দিন, হাসমত বিশ্বাস, তার স্ত্রী বিনা বেগম ও ছেলে নাঈম বিশ্বাস এবং বড়দিয়া গ্রামের রফিকুল ইসলাম।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাতে সেনাবাহিনীর নিয়মিত টহল দল উপজেলার সালামাবাদ-বড়দিয়া-খাসিয়াল-জয়নগর রোডে টহলরত অবস্থায় পুটিমারী বাজারের পাশে একটি স্কুলের ফ্যান চুরি করার সময় আকাশ নামে একজন চোর গ্রামবাসীর কাছে ধরা পড়ে। পরে গ্রামবাসী চোরকে সেনাবাহিনী টহল দলের কাছে হস্তান্তর করে। চোরকে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে চুরি করা ফ্যান বিক্রি করে দিয়ে সে গাঁজা সেবন করবে। তারপর সে আকবর নামে এক মাদক ব্যবসায়ীর নাম বলে এবং তার বাড়িতে নিয়ে যায়।

সেনাবাহিনীর টহল দল মাদক ব্যবসায়ী আকবর উদ্দিন এর বাড়িতে অভিযান চালিয়ে ৫৩ পিস ইয়াবা, ৮০ গ্রাম গাঁজা এবং চারটি দেশীয় অস্ত্র (রাম দা) এবং নগদ ৩৩,২০০ টাকা, উদ্ধার করে। এসময় তার সহোযোগি হাসমত বিশ্বাস তার স্ত্রী বিনা বেগম ও ছেলে নাঈম বিশ্বাসকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করলে রফিকুল নামে এক ব্যক্তির কাছ থেকে এই সকল মাদক সংগ্রহ করে বলে স্বীকার করে।

পরবর্তীতে সেনাবাহিনী টহল দল মাদক ব্যবসায়ী আকবরকে নিয়ে বড়দিয়া এলাকার রফিকুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ৫ পিস ইয়াবা নগদ ২১ হাজার টাকা, ২ টি মোবাইল ফোন উদ্ধার করে। রফিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে রাতে দুইজনের কাছে ১০ হাজার টাকা এবং ৯৫০০ টাকায় ইয়াবা বিক্রি করেছে। পরে অভিযান শেষে মাদক ব্যবসায়ী এবং সহযোগিসহ ৬ জনকে নড়াগাতি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে নড়াগাতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, সেনাবাহিনী অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজাসহ ৬ জনকে আটকের পর থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com