বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৬:২৯ পূর্বাহ্ন

নড়াইলে সাহিত্য সম্মাননা ও লেখক সমাবেশ অনুষ্ঠিত

এস এম আলমগীর কবির, নড়াইল প্রতিনিধি:: নড়াইলে চন্দ্রকথা সাহিত্য সম্মাননা ও লেখক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মনিকা একাডেমি ও চন্দ্রকথা সাহিত্য রাজ্যের উদ্যোগে শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নড়াইল কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক উজির আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমাদা আদর্শ কলেজের অধ্যক্ষ আল ফয়সাল খান।

প্রধান আলোচক ছিলেন-যশোরের ডাঃ আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের সহযোগী অধ্যাপক বেলাল সানী। অনুষ্ঠান পরিচালনা করেন মনিকা একাডেমির পরিচালক সবুজ সুলতান।

অনুষ্ঠানে কবি মফিদুল ইসলাম, আবৃত্তিশিল্পী শেখজাদী নঈমা জব্বারী বনানী ও ‘সাহিত্য প্রত্যাশা’ পত্রিকাকে ‘চন্দ্রকথা সাহিত্য সম্মাননা’ প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জি, মনিকা একাডেমির জ্যেষ্ঠ প্রশিক্ষক কবি আশা মণি, কবি বিপুল বিশ্বাস, দ্বিজেন্দ্রলাল রায়, চিন্ময় বিশ্বাস ছোট্টু, মনিকা একাডেমির উপদেষ্টা সদস্য শারমিন রহমান নিতু, স্কুলশিক্ষক কবি মিজানুর রহমান, মাদরাসা শিক্ষক কবি টিপু সুলতান, বি এম মিজানুর রহমান, সরজিৎ বিশ্বাস, আবৃত্তি শিল্পী লামিয়া নওরীন জ্বীম, সজীব সিকদার, শানিন রহমান, মাওয়া আফরোজ মিহাসহ অনেকে।

অনুষ্ঠান শেষে আবৃত্তি প্রতিযোগিতায় ক ও খ শাখায় ১৩ শিশুকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। এছাড়া স্বরচিত কবিতা আবৃত্তি, শিশুদের আবৃত্তি ও চন্দ্রকথা সাহিত্য পাতার প্রকাশনা অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com