শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৪:৫৯ পূর্বাহ্ন
এস এম আলমগীর কবির, নড়াইল প্রতিনিধি:: নড়াইলের লোহাগড়া উপজেলায় সাপের কামড়ে সানজিদা খানম (১২) নামে এক মাদরাসা শিক্ষার্থী শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) ভোর রাতে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ইতনা ইউনিয়নের ডিগ্রিরচর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত সানজিদা খানম লোহাগড়া উপজেলার করফা গ্রামের রোমান ভুঁইয়ার মেয়ে। সে তার মামা বাড়ি ডিগ্রিরচর গ্রামের একটি মাদরাসার শিক্ষার্থী ছিল।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সানজিদা নামে ওই শিশুটি ইতনা ইউনিয়নের ডিগ্রিরচর গ্রামে তার মামা বাড়িতে থেকে স্থানীয় একটি মাদরাসায় পড়াশোনা করতো। মঙ্গলবার রাতে খাবার শেষে ঘুমিয়ে পড়ে সানজিদা। পরে রাত ১টার দিকে তাকে বিষধর সাপে কামড় দেয়। এ সময় স্বজনরা টের পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নেওয়ার পরামর্শ দেন। এরপর বুধবার ভোর ৪টার দিকে সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আসিফ আকবার জানান, বুধবার ভোর ৪টার দিকে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।