মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৫:৪০ অপরাহ্ন
নড়াইল প্রতিনিধি:: নড়াইল সদর উপজেলার দত্তপাড়া বাসষ্ট্যান্ডে মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে কোরানে হাফেজ তাজিম হোসাইন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (২ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাজিম হোসাইন নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে এবং লোহাগড়া উপজেলার একটি কওমি মাদ্রাসার ছাত্র ছিলেন।
নড়াইল সদরের তুলরামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মৃত্যুঞ্জয় বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, যশোর-কালনা মহাসড়কে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কোরানে হাফেজ তাজিম হোসাইন (২০) নামে এক যুবক নিহত হয়। তার মৃত্যুতে সহপাঠী ও এলাকাবাসির মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।