শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৩ পূর্বাহ্ন

নড়াইলে মুদিদোকান থেকে অস্ত্র ও মাদক উদ্ধার, আটক ২

এস এম আলমগীর কবির, নড়াইল প্রতিনিধি:: নড়াইল জেলা শহরের রূপগঞ্জ বাজারের একটি মুদিদোকানে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, বিদেশি চাকু, মদ ও চোরাই মোবাইল উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজনকে আটক করা হয়।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে গভীর রাত পর্যন্ত এই অভিযান চালানো হয়।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- সদর উপজেলার মুশুরিয়া গ্রামের পিনাক কুন্ডু (৩৬) ও বেনাহাটি গ্রামের শুভ বিশ্বাস (২১)।

স্থানীয় সূত্রে জানা যায়, শহরের প্রাণকেন্দ্র রূপগঞ্জ বাজারে অবস্থিত ‘লক্ষী ভান্ডার’ নামের মুদিদোকানের ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ও অস্ত্রের কেনাবেচা চলছিল। গোপন তথ্যের ভিত্তিতে সেনা ক্যাম্প ও জেলা পুলিশের যৌথ দল অভিযান চালায়। অভিযানের খবর পেয়ে দোকানের স্বত্বাধিকারী পলাশ কুন্ডু পালিয়ে গেলেও তার ভাই পিনাক কুন্ডু ও সহযোগী শুভ বিশ্বাসকে হাতে-নাতে আটক করা হয়।

অভিযান চলাকালে দোকান থেকে ৪০টি চোরাই মোবাইল ফোন, ৫ বোতল বিদেশি মদ, ৯ ক্যান বিয়ার, ১৮টি বিদেশি চাকু, ১৯টি দেশীয় অস্ত্র ও ৩টি হকিস্টিক জব্দ করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত মালামালসহ আটক দুজনকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com