শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০১:১০ পূর্বাহ্ন
এস এম আলমগীর কবির, নড়াইল প্রতিনিধি:: নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের ব্রাহ্মণডাঙ্গা বাজারের গার্মেন্টস ব্যবসায়ী মোকলেচুর রহমানকে (৪০) চেতনানাশক খাইয়ে তার কাছে থাকা টাকা ছিনিয়ে নিয়েছে প্রতারক চক্র। এসময় তাকে অসুস্থ্য অবস্থায় হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।
জানা গেছে, মোকলেচুর রহমান বৃহস্পতিবার সকালে রাজধানী ঢাকায় দোকানের মালামাল আনতে যায়। যাত্রাবাড়ী এলাকায় তাকে অজ্ঞানপার্টির সদস্যরা চেতনানাশক কিছু খাওয়ালে সে অচেতন হয়ে পড়ে। এসময় তার কাছে থাকা প্রায় চার লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায় বলে পারিবারিক সুত্রে জানা গেছে। অসুস্থ্য মোকলেচুর রহমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা শুরু করলে সেখানে তার মৃত্যু হয়।