মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৮:০৫ অপরাহ্ন

নড়াইলে প্রাইভেটকারে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

নড়াইলে প্রাইভেটকারে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

নড়াইল প্রতিনিধি:: নড়াইলের লোহাগড়া উপজেলায় ১০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (২৬ জুলাই) উপজেলার নলদী ইউনিয়নের নলদী বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছাব্বিরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন- শরীয়তপুর জেলার বকাউলকান্দি এলাকার মনির সরদার, লোহাগড়া উপজেলার বৈকুষ্ঠপুর এলাকার আবুল হাসান ও শেখ আনোয়ার হোসেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার লোহাগড়া উপজেলার নলদী হয়ে একটি প্রাইভেটকারে ১০ কেজি গাঁজা খুলনার দিকে যাচ্ছিলো এমন গোপন সংবাদ পেয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল নলদী বাজারে চেকপোস্ট বসায়। এসময় একটি সাদা রঙের প্রাইভেটকার থামিয়ে সেটি তল্লাশি করে গাড়িতে থাকা ১০ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করেন।

এ বিষয়ে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছাব্বিরুল আলম বলেন, ১০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় গাঁজাবহনকারী একটি প্রাইভেটকার জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে লোহাগড়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানো হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com