মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ১১:১১ অপরাহ্ন

নড়াইলে জাপান-বাংলাদেশ গ্লোবাল নার্সিং কলেজ উদ্বোধনে জাপানে রাষ্ট্রদূত

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ার শহরতলীর দাসেরডাঙ্গা এলাকায় জাপান-বাংলাদেশ গ্লোবাল নার্সিং কলেজের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেছেন জাপানের রাষ্ট্র দূত। এ উপলক্ষে রোববার (২৫ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় লোহাগড়া শহরের দাসেরডাঙ্গা এলাকায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন লোহাগড়ার কৃতি সন্তান, জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশের পরিচালক ড. সৈয়দ ইমদাদুল হক।

জানা যায়, লোহাগড়া শহরতলীর দাসেরডাঙ্গা এলাকায় এক একর ১১ শতক জায়গার ওপর ১২ কোটি টাকা ব্যয়ে ৫ তলা বিশিষ্ট জাপান-বাংলাদেশ গ্লোবাল নার্সিং কলেজ নির্মাণ করা হবে। আগামী ২০২৫ সালে চার বছর মেয়াদী শিক্ষা কার্যক্রম শুরু হবে। জাপান-বাংলাদেশ গ্লোবালনাসিং কলেজের প্রতিষ্ঠাতা, জাপানের টোকিও ইউনিভার্সিটির বাংলাদেশের পরিচালক ড. সৈয়দ ইমদাদুল হক জানিয়েছেন জাপানের বিশিষ্ট ব্যাবসায়ী রিউসুকে হনজুর অর্থায়নে নার্সিং কলেজটি প্রতিষ্ঠিত হবে।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাপানের রাষ্ট্রদূত আইওমা কিমিনরি। এছাড়া বক্তব্য রাখেন জাপানের বিশিষ্ট ব্যবসায়ী রিউসুকে হনজু, নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, পৌর মেয়র সৈয়দ মসিয়ুর রহমান, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস, স্থাপত্য প্রকৌশলী ফাহমিদা সুলতানা, কাউন্সিলর ফারুক হোসেন প্রমূখ। মতবিনিময় শেষে প্রধান অতিথি আনুষ্ঠানিক ভাবে জাপান-বাংলাদেশ গ্লোবাল নার্সিং কলেজের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন।

প্রধান অতিথি জাপানের রাষ্ট্রদূত আইওমা কিমিনরি বলেন, দীর্ঘদিন ধরে জাপানের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। এ শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পর্ক আরো গভীর হবে বলে আমি আশাবাদী। এখানে শিক্ষার্থীদের ৪ বছর মেয়াদী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করা হবে। এখানে জাপনি ও ইংরেজি ভাষা শেখানো হবে। প্রশিক্ষণ শেষে উপযুক্ত শিক্ষার্থীদের জাপানসহ অন্যান্য দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com