বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৬:২৬ পূর্বাহ্ন
এস এম আলমগীর কবির, নড়াইল প্রতিনিধি:: নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিমায়েত হোসাইন ফারুককে চেক প্রতারণা মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার চাকই চৌরাস্তার একটি মাছের আড়ত থেকে তাঁকে আটক করা হয়।
পুলিশ জানায়, এনআই অ্যাক্টের আওতায় চেক ডিজঅনার সংক্রান্ত দুটি মামলায় তিনি সাজাপ্রাপ্ত। রায় ঘোষণার পর থেকে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন ফারুক। অবশেষে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে তাঁকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে প্রেরণের নির্দেশ দেন।