মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০২:২০ অপরাহ্ন
নড়াইল প্রতিনিধি : নড়াইলে চিত্রা নদীর গোবরা খেয়াঘাট এলাকা থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে স্থানীয় লোকজন নদীর তীরে আনুমানিক ৬০ বছর বয়সী নারীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে অজ্ঞাত বৃদ্ধ ওই নারীর লাশ সদর উপজেলার গোবরা এলাকায় চিত্রা নদীর কূলে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। সোয়েটার পরিহিত ওই নারীর শরীরে তেমন কোন কাপড়-চোপড় ছিল না। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাপাতালে প্রেরণ করে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ নাসির উদ্দীন জানান, আমরা মৃত এই নারীর পরিচয় উদঘাটনের চেষ্টা করছি।