শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
নড়াইল প্রতিনিধি:: নড়াইলের কালিয়া পৌরসভায় গভীর রাতে অস্ত্রের মুখে জিম্মি করে একটি সংঘবদ্ধ ডাকাত দল মোটরসাইকেল, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দিবাগত গভীর রাতে কালিয়া পৌরসভার কার্তিকপুর গ্রামের মৃত দলিল উদ্দিন খানের ছেলে ইদ্রিস আলী খানের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আনুমানিক ১০ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে গভীর রাতে ইদ্রিস আলী খানের বাড়িতে হঠাৎ প্রবেশ করে। এ সময় ডাকাতরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে বাড়ির বিভিন্ন কক্ষে তল্লাশি চালায়। আতঙ্কে পরিবারের সদস্যরা কোনো প্রতিরোধ গড়ে তুলতে না পারায় ডাকাতরা নির্বিঘ্নে লুটপাট চালায়। এসময় ডাকাতরা একটি ইয়ামাহা এফজেডএস ভার্সন থ্রি মোটরসাইকেল (রেজিষ্ট্রেশন নম্বর: নড়াইল-ল-১১-৪৬৫১), চার আনা ওজনের একটি স্বর্ণের কানের দুল এবং নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায় বলে পরিবারের সদস্যরা জানান।
ডাকাতরা চলে যাওয়ার পর পরিবারের সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। ঘটনার খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি হয়। এলাকাবাসীর অভিযোগ, সম্প্রতি কার্তিকপুরসহ আশপাশের এলাকায় চুরি ও ডাকাতির ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে, ফলে সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
কালিয়া থানার ওসি মো. ইদ্রিস আলী জানান, ডাকাতির ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি ডাকাতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশি অভিযান শুরু হয়েছে।