শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর হতেই শুরু হয়েছে প্রচারপ্রারণা। প্রতিটি পাড়া মহল্লায় দল বেধে ভোট প্রার্থনা করছে বিএনপির নেতাকর্মীরা। ঢাকার নবাবগঞ্জের কলাকোপা ইউনিয়নের পানালিয়া ও সমসাবাদে মিছিল করেছে উপজেলা বিএনপি।
শুক্রবার বিকেলে উপজেলা সদরেও তারা মিছিল করে প্রচারণা চালায়। বিএনপির নবাবগঞ্জ উপজেলা সহ-সভাপতি আবু শফিক মাসুদ খন্দকারের নেতৃত্বে প্রায় কয়েকশত কর্মী সমর্থক এ প্রচারণায় অংশ নেয়। ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ ও মিছিলটি উপজেলার কলাকোপা সিনেমা হলের সামনে থেকে শুরু করে। পরে পানালিয়া কারিতাস অফিস হয়ে সমসাবাদ থেকে কলেজ রোড পার হয়ে নবাবগঞ্জ চৌরাস্তা থেকে বটতলা পর্যন্ত প্রদক্ষিণ করে।
দোহার-নবাবগঞ্জ কলেজের সাবেক ভিপি ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি মহসিন রহমান আকবরের মুর্হুমুর্হুর শ্লোগানের তালে শীতের বিকেলে মিছিলে যোগ হয় নানা বয়সী মানুষ। তাদের প্রত্যকের হাতে ধানের শীষের লিফলেট ও মুখে ছিলো শ্লোগান। মিছিলটি গ্রামের ভেতর দিয়ে যাবার সময় রাস্তার দুপাশের নারী-পুরুষ, বৃদ্ধ ও শিশু কিশোররা আনন্দ প্রকাশ করে ধানের শীষের পক্ষে সমর্থন জানায়।
পানালিয়ায় এক পথসভায় বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু শফিক খন্দকার মাসুদ। তিনি বলেন,দোহার-নবাবগঞ্জ ধানের শীষের ঘাটি। তাদের প্রার্থী খন্দকার আবু আশফাক একজন মাঠের নেতা। তাঁকে নির্বাচিত করলে তৃণমূলের সাধারণ মানুষের উন্নয়ন কাজ তরান্বিত হবে।

তিনি প্রতিটি পাড়া মহল্লা ঘুরে বাড়ি বাড়ি গিয়ে নেতাকর্মীদের ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনার আহবান জানান। তিনি সকলের উদ্দেশ্যে বলেন, খন্দকার আবু আশফাক আপনাদের বাড়ির সন্তান। তাঁকে ভোট দিলে অধিকার নিয়ে কথা বলে কাজ আদায় করা যাবে। এছাড়া সন্ত্রাস দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে যার লড়াই জারি থাকে তিনি হলেন খন্দকার আশফাক। এসবের সাথে কোনো আপোষ করেন না তিনি। তাই আগামী ১২ ফেব্রুয়ারী কেন্দ্রে গিয়ে ধানের শীষের ভোট দিয়ে আপনাদের ভোটের আমানত রক্ষা করুন। দোহার ও নবাবগঞ্জকে উন্নয়নের সোপানে গড়ে তুলতে ধানের শীষের প্রার্থী খন্দকার আবু আশফাকের কোনো বিকল্প নেই। ধানের শীষ জিতলে বিএনপি জিতবে। আর বিএনপি জিতলে দেশ ও সমাজের উন্নয়ন অগ্রগতি হবে। শান্তি ও সমৃদ্ধিশালী হবে দোহার নবাবগঞ্জবাসী।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা অজিত চৌধুরী, আজিজুল হক মিতু, সাহের মেম্বার, কামাল হোসেন, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম জুয়েল, এ সবুর পিলু, সাইদুল ইসলাম কয়েস, যুবদল উপজেলা আহবায়ক পবন মাহমুদ, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন আনু, মোজহিদ খান, ছাত্রদলের উপজেলা সভাপতি ইসতিয়াক চৌধুরী, সাধারণ সম্পাদক সুমন খান, নারী নেত্রী বিলকিস চৌধুরী প্রমুখ।