বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

ধানের মুল্য বৃদ্ধির দাবিতে কালীগঞ্জে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি॥

ঝিনাইদহের কালীগঞ্জে ধানের মুল্য বৃদ্ধির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে প্রত্যাশা ২০২১ ফোরাম নামের একটি সামাজিক সংগঠন।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের বৈশাখী তেল পাম্প এলাকায় এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

এ সময় বক্তব্য রাখেন প্রত্যাশা ২০২১ ফোরামের কালীগঞ্জ ইউনিটের সভাপতি নুরুজ্জামান বিশ্বাস, সিএসএল এর প্রোগ্রাম অফিসার এস এম শাহীন হোসেন, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকপ্রাপ্ত কৃষক হেলাল উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম রসুল, কিশোর কুমার কাজল, পল্লব কুমার মৈত্র প্রমুখ।

মানববন্ধন কর্মসূচীতে প্রত্যাশা ২০২১ ফোরাম ছাড়াও দোয়েল মুক্ত স্কাউট গ্রুপ, ব্লাড ব্যাংক অব কালীগঞ্জ, ইয়ুথ এগেইনষ্ট হাঙ্গারের সদস্যরা ছাড়াও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধন থেকে ধানের মুল্য বৃদ্ধির দাবি জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com