শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধি:
ধর্মীয় অনুভুতিতে আঘাতে এনে ফেসবুকে ছবি পোস্ট করার অপরাধে ঝিনাইদহের কালীগঞ্জে শ্যামল শর্মা (২৫) নামের এক যুবক কে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার সকালে শহরের মেইন বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়। শ্যামল শর্মা শাহপুর ঘিঘাটি গ্রামের রবিণ শর্মার ছেলে।
কালীগঞ্জ থানার এসআই অমিত দাস জানান, ‘এস এ বিশ্বাস’ নামের একটি ফেসবুক আইডি থেকে পবিত্র কাবা শরীফ মক্কার মিনারের উপর শিব ও কৃষ্ণের ছবি লাগিয়ে তা ফেসবুকে পোস্ট করাসহ কয়েকজনের ম্যাসেঞ্জারে পোস্ট করে শ্যামল শর্মা। যা ধর্মীয় অনুভুতিতে আঘাত করার সামিল। এ অপরাধে তাকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা করা হবে। এই ধারায় মামলা করতে হলে পুলিশ হেড কোয়ার্টারের অনুমতি লাগে। মামলা করার জন্য পুলিশ হেড কোয়ার্টারে অনুমিত চাওয়া হয়েছে। তবে আপাতত তাকে ৫৪ ধারায় আটক দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পুলিশ হেড কোয়ার্টার থেকে অনুমতি পাওয়া গেলে তার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে।
কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মিজানুর রহমান খান বলেন, গ্রেফতার হওয়া যুবকের বিরুদ্ধে তথ্য প্রযুক্তির স্মারক দিয়ে ৫৪ ধারায় চালান দেয়া হয়েছে। পুলিশ হেড কোয়ার্টার থেকে তথ্য প্রযুক্তি আইনে মামলার অনুমতি পেতে দু’এক দিন সময় লাগতে পারে। তথ্য প্রযুক্তি আইনের ৫৭ এবং দ- বিধির ১৫৩/২৯৫ (ক) ধারায় মামলাটি রুজুর প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ হেড কোয়ার্টার থেকে অনুমতি পেলে উক্ত ধারায় শ্যামল শর্মার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের হবে।
নয়ন খন্দকার