সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ১১:২৬ অপরাহ্ন
আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকা উপজেলার ১০ হবিরবাড়ী ইউনিয়নে তোফায়েল আহম্মেদ বাচ্চু টানা দ্বিতীয় বারের মতো বিপুল ভোটের ব্যবধানে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ১০নং হবিরবাড়ী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে সিডস্টোর বাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ১০নং হবিরবাড়ী ইউনিয়ন শাখার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা চাঁন মিয়ার সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গাজী লাল মাহমুদ সরকারের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১০ হবিরবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মেম্বার, আব্দুল গফুর, পারভেজ খোকন, আব্দুল আউয়াল, মোঃ তারা মিয়া, মোঃ সোলাইমান, আঃ রহিম, সিরাজুল ইসলাম, নূর মোহাম্মদ, হাফিজ উদ্দিন, আঃ খালেক, আবুল হাশেম, নূরুল ইসলাম নবী, নূরুল ইসলাম, আব্দুস সামাদ, আলী আক্কাছ, আফতাব উদ্দিন, লতিফ ক্বারী, ইছাহাক সরকার, ডাঃ নাজমুল, আবেদ আলী খন্দকার, আব্দুল হাই, মাইন উদ্দিন, আব্দুস ছালাম, আব্দুল খালেক (অব), ১০ হবিরবাড়ী ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক জুলহাস উদ্দিন আহাম্মেদ, সিডস্টোর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শাহাব উদ্দিন তালুকদার, ১০ হবিরবাড়ী ইউনিয়ন ৭নং ওয়ার্ড আ’লীগ সভাপতি আফসার উদ্দিন মৃধা, ৯নং ওয়ার্ড আ’লীগ সভাপতি মনিরুজ্জামান রিটন প্রমূখ।
অনুষ্ঠানে জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ ১০ হবিরবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিকের সুযোগ্য সন্তান তোফায়েল আহম্মেদ বাচ্চু টানা দ্বিতীয় বারের মতো বিপুল ভোটের ব্যবধানে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন।