রবিবার, ০৪ জানুয়ারী ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

দোহার উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন সাইদুল ইসলাম

দোহার উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন সাইদুল ইসলাম

নিজেস্ব প্রতিনিধি॥ দোহার উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন সাইদুল ইসলাম।

বুধবার ৩১ ডিসেম্বর দোহার উপজেলা প্রেস ক্লাবের কার্যকরী পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতির অনুপস্থিতিতে ক্লাবের সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য ভারপ্রাপ্ত সভাপতি সংক্রান্ত একটি সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় জানানো হয়, দোহার উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন পল্লব ব্যক্তিগত কারণে সৌদি আরব গমণ করায় সাময়িক-ভাবে তার পক্ষে ক্লাবের দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। এ প্রেক্ষিতে ক্লাবের গঠনতন্ত্র ও প্রচলিত রীতিনীতি অনুসরণ করে সভাপতির পদটি সাময়িক ভাবে শূন্য ঘোষণা করা হয়।

পরবর্তীতে সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাইদুল ইসলামকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী তিনি দোহার উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন এবং ক্লাবের নিয়মিত ও দাপ্তরিক সকল কার্যক্রম পরিচালনা করবেন।

সভা সঞ্চালনা করেন ক্লাবের সাধারন সম্পাদক আবুল হাসেম ফকির। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মোঃ মনিরুল ইসলাম, কোষাধ্যক্ষ রাশেদ খন্দকার, দপ্তর সম্পাদক মোঃ ইসমাইল হোসেন শাকিল, সদস্য ডেন্টিস মাসুদ রানা ও সাংবাদিক মোঃ মনির হোসেন। সভায় উপস্থিত সদস্যরা আশা প্রকাশ করেন, ভারপ্রাপ্ত সভাপতির নেতৃত্বে দোহার উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংহত হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com