মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৪:২৬ অপরাহ্ন

দোহারে গত ২৪ ঘন্টায় কুকুরের কামড়ে আহত ১৫, ভ্যাকসিন না থাকায় রোগীরা বিপাকে

নিজস্ব প্রতিবেদক:: ঢাকার দোহারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কুকুরের কামড়ে গত ২৪ ঘন্টায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। এসময় কুকুরের কামড়ের প্রয়োজনীয় চিকিৎসা সেবা ও ভ্যাকসিন না থাকায় বিপাকে পড়ে রোগীরা।

সোমবার সকাল থেকে আহত রোগীরা ভিড় করেন দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

সুতারপাড়া থেকে আসা রফিকুল ইসলাম নামে এক রোগীর স্বজন বলেন, আমরা এখানে কুকুরের কামড়ের কোন ভ্যাকসিন পাচ্ছি না। প্রতিনিয়ত বাহির থেকে ১৫শ টাকা খরচ করে ভ্যাকসিন আনতে হয়। তিনি দ্রুত ভ্যাকসিন সরবরাহের দাবি জানান।

রাহিমা নামে এক রোগী বলেন, আধাঘন্টা বসে থেকেও কেউ আমাদের চিকিৎসা করছে না। কুকুরের ভ্যাকসিন ছাড়া একটা সরকারি হাসপাতাল এভাবে চলতে পারে না।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার সুতারপাড়া, মেঘুলা, কার্তিকপুর, মুকসুদপুর থেকে প্রায় ১৫জন রোগীকে কুকুরের কামড় দিলে তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসেন। তবে হাসপাতালের কর্মচারীরা জানান, সম্প্রতি কুকুরের উপদ্রব বেড়ে গেলে তাঁরা রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছেন। রোববার সকাল থেকে সোমবার বেলা ১১ টা পর্যন্ত প্রায় ১৫/২০ জন কুকুরের কামড়ে আক্রান্ত রোগী হাসপাতালে এসেছে বলে জরুরী বিভাগে তথ্য রয়েছে।

এ ব্যাপারে দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, প্রায় দুই মাস ধরে হাসপাতালে ভ্যাকসিন নেই। একাধিকবার বরাদ্দ চেয়ে কর্তৃপক্ষকে চিঠি দিলেও কোনো বরাদ্দ আসেনি। সর্বশেষ গত ১৩ নভেম্বরও একটি আবেদন করা হয়েছে। এ অবস্থায় রোগীদের সেবা দিতে কষ্ট হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com