বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৮:১৪ অপরাহ্ন
মাঈন উদ্দিন (মুন্না৷ খান) খালিয়াজুরী প্রতিনিধি : নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। আজ সোমবার বিকেলে খালিয়াজুরী কলেজ মাঠে সংবর্ধনার আয়োজন করেন। এতে বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে। সংবর্ধনায় বাবর বলেন, দেশে এখনো ষড়যন্ত্র চলছে। দেশবাসী যেন ষড়যন্ত্রের ফাঁদে পা না দেন।
ফ্যাসিবাদ সরকারের মিথ্যা মামলায় দীর্ঘ ১৭ বছর কারাগারে ছিলাম কিন্তু সব কষ্ট বুকে চাপা দিয়ে রেখেছি, আজ আমি অনেক আনন্দিত খালিয়াজুরীর কলেজ মাঠে হাজার হাজার জনতা মনের আনন্দ দেখে।
তিনি বলেন, ‘আমি কোনো অন্যায় করিনি। কিন্তু একের পর এক মিথ্যা মামলা দিয়ে আমাকে কারাগারে রাখা হয়েছিল। আল্লাহপাক আপনাদের দোয়া কবুল করে আমাকে মুক্তি দিয়েছেন। দেশের জনগণের স্বার্থ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে আমি কোনো কাজ করিনি। জনগণের স্বার্থ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমি জীবন দিতে প্রস্তুত।’
দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বাবর বলেন, ‘দেশে এখনো ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের ফাঁদে দলীয় নেতা-কর্মী, ভাই-বোনদের বলছি, আপনারা কোনো ফাঁদে পা দেবেন না। আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে আমি বর্তমান সরকারকে অনুরোধ জানাচ্ছি। গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার যাতে আসতে পারে, সে জন্য সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই। গণতন্ত্র রক্ষার জন্য আপনারা প্রস্তুত থাকুন। তারেক রহমানের নেতৃত্বে আমরা নতুন দেশ গড়ে তুলব।
লুৎফুজ্জামান বাবর নেত্রকোনা-৪ ( মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বিএনপি-জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। সকাল থেকে বাবরকে বরণ করতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা খালিয়াজুরীর কলেজ মাঠে মিলিত হন। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, খালিয়াজুরী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান কেষ্ট।
খালিয়াজুরী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মো: মাসুদ রানা, উপজেলা বিএনপির যুগ্ম- আহবায়ক মো: ইদ্রিস আলী মোল্লা, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক, তরুকুজ্জামান তরু, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এরশাদুল আলম শাহীন প্রমূখ।