বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

দিনাজপুর-২ আসনে বিএনপি প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল

দিনাজপুর-২ আসনে বিএনপি প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদকঃ দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপি’র দলীয় প্রার্থী হিসেবে আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের নাম ঘোষণার প্রতিবাদে এবং ঘোষিত প্রার্থী পরিবর্তনের দাবিতে আবারো সহস্রাধিক মশাল জ্বলে উঠলো এখানকার রাজপথ।

দুই উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা জানিয়েছেন, প্রার্থী পরিবর্তন না হওয়া পর্যন্ত তারা প্রতিবাদ অব্যাহত রাখবেন। এর আগে বিরল ও বোচাগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, মৌন মিছিল, কাফনের কাপড় পরিধান, নারীদের বিক্ষোভ, মশাল মিছিলসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধ্যায় প্রতিবাদের অংশ হিসেবে বিরল উপজেলা/পৌর বিএনপি, স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, মহিলা দল, শ্রমিকদল এবং অন্যান্য অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী মশাল মিছিলে অংশ নেন। মশাল মিছিলটি পৌর বিএনপি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে বকুলতলা তিন শহীদ চত্ত্বরে এসে বিশাল সমাবেশে রূপ নেয়।

‎মশাল মিছিলে দলীয় প্রার্থী হিসেবে আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাককে পরিবর্তন করে বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক বিশেষ সহকারি এবং সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা এম এ জলিল, জেলা বিএনপি’র সহ-সভাপতি মোজাহারুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক আ ন ম বজলুর রশিদ কালু এবং শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক  মঞ্জুরুল ইসলাম এর মধ্য হতে ত্যাগী যে কোন একজনকে মনোনয়ন দেয়ার দাবি করেন নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com