মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৭:৩৯ অপরাহ্ন

দলে ফিরছেন নেইমার, বাদ পড়ছেন ভিনি

স্পোর্টস ডেস্ক:: আগামী সোমবার ঘোষণা করা হবে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ব্রাজিল জাতীয় দল। সেপ্টেম্বরে নিজেদের শেষ দুই বাছাই ম্যাচে চিলি ও বলিভিয়ার মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির দল।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে, ইতোমধ্যেই প্রাথমিক স্কোয়াডের তালিকা সংশ্লিষ্ট ক্লাবগুলোকে পাঠিয়ে দিয়েছেন কোচ আনচেলত্তি। সেই তালিকা থেকেই বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে তারা যার মধ্যে সবচেয়ে বড় চমক ভিনিসিয়ুস জুনিয়রের অনুপস্থিতি।

গত জুনে প্যারাগুয়ের বিপক্ষে দ্বিতীয় হলুদ কার্ড দেখে চিলির বিপক্ষে নিষিদ্ধ হয়েছেন রিয়াল মাদ্রিদের এই তারকা উইঙ্গার। যেহেতু ভিনিসিয়ুস কেবল বলিভিয়ার বিপক্ষে একটি ম্যাচেই খেলতে পারবেন এবং ব্রাজিল ইতোমধ্যেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে, তাই তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আনচেলত্তি।

এদিকে, প্রায় দুই বছর পর জাতীয় দলে ফিরতে যাচ্ছেন নেইমার। সর্বশেষ ২০২৩ সালের ১৭ অক্টোবর জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন তিনি। এরপর ইনজুরিতে পড়েন এবং দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন। চোট কাটিয়ে ফিট হয়ে ওঠা নেইমার এবার সম্ভবত আবারও ব্রাজিলের হলুদ জার্সি গায়ে চাপাতে যাচ্ছেন এমনটাই জানিয়েছে ‘গ্লোবো’।

প্রাথমিক স্কোয়াডে জায়গা পাওয়া নিশ্চিত হওয়া অন্যান্য খেলোয়াড়রা হলেন:

গোলরক্ষক: গ্যাব্রিয়েল বারাজো (সান্তোস)

ডিফেন্ডার: এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ)

ফুলব্যাক: ভিতিনিও (বোতাফোগো), পাউলো হেনরিখ (ভাস্কো দা গামা)

মিডফিল্ডার: দানিলো (বোতাফোগো), মার্কোস আন্তোনিও (সাও পাওলো)

ফরোয়ার্ড: কাইও হোর্হে (ক্রুজেইরো), নেইমার (সান্তোস), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ)

প্রথমবারের মতো আনচেলত্তির অধীনে ক্যাম্প শুরু করবে ব্রাজিল দল ১ সেপ্টেম্বর, তেরেসোপোলিসের গ্রাঞ্জা কোমারিতে। এরপর ৫ সেপ্টেম্বর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে চিলির বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ১০ সেপ্টেম্বর এল আল্টোতে বলিভিয়ার বিপক্ষে শেষ ম্যাচটি খেলবে তারা।

দক্ষিণ আমেরিকা অঞ্চলে এর মধ্যেই ১৬ ম্যাচে ২৫ পয়েন্ট সংগ্রহ করে ২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে ব্রাজিল। শেষ দুই ম্যাচ আনুষ্ঠানিকতা হলেও, আনচেলত্তি এই ম্যাচগুলোকে মূল পর্বের প্রস্তুতি হিসেবে নিচ্ছেন। সেই লক্ষ্যেই দল গঠনে তরুণ ও অভিজ্ঞদের মিশেলে ভারসাম্য রাখার চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com