মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, ই-কণ্ঠ অনলাইন ডেস্ক:: বান্দরবানের থানচিতে জঙ্গি ও পাহাড়ি সন্ত্রাসীদের সঙ্গে র্যাবের গোলাগুলি চলছে।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী) ভোরে রেমাক্রি ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের বিষয়টি এখনো জানা যায়নি।
এদিন সকালে র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।
এর আগে গত ২৩ জানুয়ারি কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের পাশে জঙ্গিদের সঙ্গে র্যাবের গোলাগুলির ঘটনা ঘটেছে। ওই সময় নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র শুরা সদস্য ও সামরিক শাখার প্রধান রনবীর ও তার সহযোগী বোমা বিশেষজ্ঞ বাশারকে গ্রেপ্তার করা হয়। পরে সেখান থেকে দেশি ও বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র্যাব।