বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০২:২৫ পূর্বাহ্ন

ত্রয়োদশ নির্বাচনে ভোটার প্রায় পৌনে ১৩ কোটি

ত্রয়োদশ নির্বাচনে ভোটার প্রায় পৌনে ১৩ কোটি

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা বেড়ে দাঁড়াতে যাচ্ছে প্রায় ১২ কোটি ৭৫ লাখে। নতুন ভোটার অন্তর্ভুক্তির ফলে নির্বাচন কমিশন (ইসি) ভোটকেন্দ্র বাড়িয়ে প্রায় ৪৫ হাজারে উন্নীত করার প্রস্তুতি নিচ্ছে। দ্বাদশ জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্র ছিল ৪২ হাজার ১৪৮টি।

ইসি সূত্রে জানা গেছে, কেন্দ্র বৃদ্ধির বিষয়টি চূড়ান্ত করতে শিগগিরই একটি সমন্বয় সভা ডাকা হবে। ওই সভায় কেন্দ্র নির্ধারণ, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

বর্তমানে অধিকাংশ ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয় শিক্ষাপ্রতিষ্ঠান। তবে অনেক স্কুল-কলেজে নেই সীমানা প্রাচীর কিংবা দরজা-জানালাগুলো জরাজীর্ণ। এসব কেন্দ্রকে নিরাপদ ও ব্যবহারযোগ্য করতে শিক্ষা ও স্থানীয় সরকার মন্ত্রণালয়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এবং এলজিইডিকে নির্দেশ দিয়েছে ইসি।

কেন্দ্র বাড়ার ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যা বাড়বে বলে জানা গেছে। দ্বাদশ সংসদ নির্বাচনে আনসার, পুলিশ, র‌্যাব, বিজিবি ও কোস্টগার্ড মিলিয়ে প্রায় সাড়ে সাত লাখ সদস্য মোতায়েন ছিল। এবার সে সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

পাশাপাশি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দৈনিক ভাতা ৪০০ টাকা থেকে ১,৮২০ টাকা পর্যন্ত নির্ধারিত ছিল। কেন্দ্র বৃদ্ধির সঙ্গে সঙ্গে নির্বাচন পরিচালনায় ব্যয়ও বাড়বে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

ইসি সংশ্লিষ্টরা বলছেন, ভোটের নিরাপত্তা, অবকাঠামো ও ব্যবস্থাপনার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তারা প্রস্তুতি নিচ্ছেন। ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে সবধরনের ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com