মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১০:৪৬ পূর্বাহ্ন

তোমরাই পত্তম হামাক কম্বল দিলেন বাহে

কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের রাজারহাটে ২০০ জন অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলার বিদ্যানন্দ এলাকায় তিস্তা নদীর পাড়ে বসবাসরত মানুষের মাঝে এসব কম্বল বিতরন করেছেন পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।

কম্বল হাতে পেয়ে ফুলজান বেওয়া বলেন, ‘হামার এত্ত্যি কাইয়ো কম্বল দেয় নাই বাহে, তোমরাই পত্তম আইলেন’ ঠান্ডার মদ্যে বাইরোত বেরবার পাংনা, ঘরোত বাতাস নাগে, ঠান্ডাত হামার খুব দুঃখ। আজ পুলিশ হামাক কম্বল দিছে, এলা হামরা গরমোত থাকমো।

বিদ্যানন্দ রথি শোলাগাড়ি গ্রামের বাসিন্দা নজির হোসেনের এক পা নেই, কম্বল পেয়ে তিনি বলেন, ঠিক মতো হাটপের পাং না, কোন কাজ করবের পাং না, কম্বল কিনিম কডে থাকি, এই গেরামোত কাইয়ো আইসেনা কম্বল দিবের, কম্বল পেয়া মোর অনেক উপকার হইলো।

পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, জেলা পুলিশ সবসময় অসহায় ব্যক্তিদের শীতের উষ্ণ কম্বল বিতরণ করার মাধ্যমে তাদের শীত কিছুটা নিবারনের আপ্রাণ প্রচেষ্টা অব্যহত রেখেছে।কুড়িগ্রামের সকল থানা সদরসহ থানা অধিক্ষেত্রের চরসমুহে ৩ হাজার মানুষকে কম্বল বিতরন করা হয়েছে। জেলা পুলিশের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com