মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ১১:৩৭ পূর্বাহ্ন

তিন মাসে দুই বার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের পুরস্কার পেলের ওসি মাহফুজুর

ঝিনাইদহ প্রতিনিধি॥

পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভায় ঝিনাইদহ জেলার সেরা অফিসার ইনচার্জের পুরস্কার পেয়েছেন কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান।

রোববার ঝিনাইদহ পুলিশ লাইন্সসে দিনব্যাপী মাসিক কল্যাণ ও অপরাধ সভা শেষে পুলিশ সুপার হাসানুজ্জামান তার হাতে পুরস্কার ও সম্মাননা হিসেবে ক্রেষ্ট তুলে দেন।

ওসি মাহফুজুর রহমান তিন মাসের মধ্যে দু’বার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হন। অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার, জনসচেতনতামূলক কর্মকান্ডসহ সাবির্ক আইন শৃংখলা পরিস্থিতিতে অবদান রাখায় তাকে সেরা অফিসার-ইন-চার্জ (ওসি) হিসাবে নির্বাচিত ও পুরস্কার প্রদান করা হয়।

থানা পুলিশ সূত্রে জানাগেছে, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাঃ মাহফুজুর রহমান ২০১৯ সালের ২৮ অক্টোবর কালীগঞ্জ থানায় যোগদান করেন। যোগদানের তিন মাসের মাথায় নভেম্বর ও জানুয়ারি মাসে তিনি শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হন।

একাধিক পুলিশ অফিসার জানান, পুলিশের ভাল কাজের জন্য প্রতি মাসে মাসিক কল্যাণ ও অপরাধ সভায় সেরা অফিসার নির্বাচিত করে পুরস্কার প্রদান করা হয়। ওসি মাহফুজ স্যার থানায় যোগদান করার পর অস্ত্র ও গুলিসহ ডাকাত গ্রেপ্তার করেন। এছাড়া তিনি মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার, জনসচেতনতামূলক কর্মকান্ড পালনসহ সার্বিক আইন শৃংখলা পরিস্থিতিতে অবদান রাখায় নভেম্বর ও জানুয়ারি মাসে জেলার শ্রেষ্ঠ অফিসার-ইন-চার্জ হিসেবে নির্বাচিত হয়েছে এবং সম্মাননা হিসেবে পুরস্কার পেয়েছেন।

অনুভুতি প্রকাশ করে অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান জানান, ভাল কাজের স্বীকৃতি পাওয়ায় তিনি আনন্দিত। আইন শৃংখলা রক্ষায় অবদান রাখায় জেলার শ্রেষ্ঠ অফিসার-ইন-চার্জ হিসেবে তাকে নির্বাচিত ও পুরস্কার প্রদান করায় তিনি পুলিশ সুপার হাসানুজ্জামানকে ধন্যধান জানান। তিনি আরো বলেন, এ ধরনের পুরস্কার আগামীতে আমার কাজকে আরো অনুপ্রেরণা যোগাবে।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার হাসানুজ্জামান। অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, তারেক আল মেহেদী, জেলার ৬ থানার ওসিসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com