শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধিঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার খবরে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে ঢাকার নবাবগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার বিকেলে নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার হতে একটি মিছিল নিয়ে বাগমারা স্কুলে গিয়ে শেষ হয়।
ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম নিরব ও উপজেলা সভাপতি ইসতিয়াক চৌধুরীর নেতৃত্বে মিছিল শেষে বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর রাজনৈতিক নির্বাসনে থাকার পর আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান। তাঁর আগমনে বিএনপি ও ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে জাগরণ সৃষ্টি হয়েছে। আগামী ত্রয়োদশ নির্বাচনে বিএনপি আরো গতিশীল হবে।
নেতৃবৃন্দ বলেন, দলের এই ক্রান্তিলগ্নে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগমনে দেশের মানুষের মধ্যেও এক ধরনের উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে ঢাকা জেলা দক্ষিণ হতে কয়েক হাজার নেতাকর্মী ঢাকা যাবার প্রস্তুতিও গ্রহণ করেছে। দেশের অস্থিতিশীল পরিবেশকে নিয়ন্ত্রণে তারেক রহমানের আগমন বেশ গুরুত্বপূর্ণ বলে দাবি করেন ছাত্রদলের নেতারা।
এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের জেষ্ঠ্য সহ-সভাপতি হাবিবুর রহমান, নবাবগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুমন খান, আরিফুর রহমান, মনির ইকবাল, মো. মুন্না প্রমুখ।