রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
বন্দর ব্যবস্থাপনা ও অভ্যন্তরীণ নৌপরিবহনে নতুন দিগন্ত উন্মোচন: নৌপরিবহন উপদেষ্টা শ্রীনগরে পিঠা উৎসব আফ্রিকায় টানা ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যায় শতাধিক মানুষের মৃত্যু ফ্যাসিবাদের সময় যারা খুন-গুমের শিকার হয়েছেন তাদের আত্মত্যাগ বৃথা যেতে দেব না: তারেক রহমান কেরানীগঞ্জে মা-মেয়ে খুন: ঋণের কিস্তি নিয়ে বিরোধে হত্যাকাণ্ডের পর ২১ দিন লাশ দুটি ফ্ল্যাটে রেখে বসবাস “মাদক ধরলেই আপনি বাধা দেন” কেরানীগঞ্জে বিএনপি নেতার সঙ্গে ডিবি পুলিশের বাকবিতণ্ডা দেশে ব্যবহৃত পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তনের কথা জানাল ইসি মেক্সিকো ও দক্ষিণ আমেরিকার আকাশসীমায় যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি

ঢাবির শতবর্ষ পূর্তিতে ফটোগ্রাফি প্রতিযোগিতা

ঢাবির প্রতিনিধিঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের নিয়ে দুটি ক্যাটাগরিতে আলোকচিত্র বা ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

এ জন্য বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের কাছ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট আলোকচিত্র বা ফটোগ্রাফ আহ্বান করা হয়েছে।

উভয় ক্যাটাগরি থেকে তিনটি ছবির জন্য শ্রেষ্ঠ পুরস্কার ও পাঁচটি ছবির জন্য সম্মানসূচক পুরস্কার দেওয়া হবে। উভয় ক্যাটাগরি থেকে বাছাইকৃত ১০০টি ছবি নিয়ে চলতি বছর ১-৩ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে একটি আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে ও একটি অ্যালবাম প্রকাশিত হবে।

মঙ্গলবার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়েছে।

ছবির বিষয়বস্তুগুলো হলো- ক্যাম্পাসের পরিবেশ, ক্যাম্পাসের জীববৈচিত্র্য, বিভিন্ন উৎসব, বিভিন্ন সাংস্কৃতিক উপাদান, শিক্ষার্থীদের একাডেমিক ও আবাসিক জীবন, খেলাধুলা, নান্দনিক ও ঐতিহাসিক স্থাপনা, প্রার্থনা-উপাসনা, সমাজ সেবা, বিভিন্ন দিবস (জাতীয় দিবস, শোক দিবস), গণতান্ত্রিক ও সামাজিক আন্দোলন এবং ইতিহাস ও ঐতিহ্য।

ছবি জমাদানের নিয়মাবলী

ছবির রেজুলেশন দৈর্ঘ্যে সর্বোচ্চ ১৫০০ পিক্সেল ও প্রস্থে সর্বোচ্চ ১০০০ পিক্সেল। ছবির সফটকপি JPEG ফরম্যাট-এ অথবা হার্ডকপি সর্বনিম্ন ৫ ইঞ্চি×৭ ইঞ্চি সাইজে প্রিন্ট করে জমা দিতে হবে। সফটকপির ক্ষেত্রে ছবির ফাইলের সর্বোচ্চ সাইজ দুই মেগাবাইট। ছবি নির্বাচিত হলে পরবর্তীতে হাই রেজ্যুলেশনের RAW/JPEG/TIFF ফাইল অথবা নেগেটিভ জমা দিতে হবে।

একজন প্রতিযোগী যেকোনো বিষয়ে সর্বোচ্চ ১০টি ও সর্বমোট সর্বোচ্চ ১৫টি আলোকচিত্র বা ফটোগ্রাফ জমা দিতে পারবেন। প্রতিটি ছবিতে ক্যাপশন থাকা বাধ্যতামূলক ও প্রযোজ্য ক্ষেত্রে ছবির বিবরণ আবশ্যক।

এছাড়া আলাদাভাবে অংশগ্রহণকারীর ক্যাটাগরি (বর্তমান বা সাবেক শিক্ষার্থী), নাম, শিক্ষাবর্ষ, বিভাগ বা ইন্সটিটিউট ও পূর্ণাঙ্গ ঠিকানা দিতে হবে। ছবির হার্ডকপি পাঠানোর সময় খামের ওপর অবশ্যই ‘ঢাকা বিশ্ববিদ্যালয় : শতবর্ষের আলোকচিত্র প্রতিযোগিতা‘ কথাটি ও ক্যাটাগরি উল্লেখ করতে হবে।

ছবি জমা দেওয়া যাবে ৮ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত। ছবি পাঠানোর ঠিকানা- ইমেইল: du100photography@du.ac.bd অথবা জনসংযোগ দফতর, কক্ষ নং-২০৯, প্রশাসনিক ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com