বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৭:৩২ অপরাহ্ন

ঢাকা-১ আসনের প্রার্থীরা প্রবাসী ভোটারের মন জয় করতে ভোটের প্রচারণায় মধ্যপ্রাচ্যের সৌদি আরবে!

ঢাকা-১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার আবু আশফাক

নিজস্ব প্রতিবেদক:: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা না হতেই ঢাকা-১(দোহার-নবাবগঞ্জ) আসনের বিভিন্ন দলের প্রার্থীরা প্রবাসী ভোটারের মন জয় করতে ঘুরে বেড়াচ্ছেন সূদুর মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোতে। একই সাথে তাঁরা ধর্মীয় কাজ ওমরাহ ও সম্পন্ন করছেন। দোহার নবাবগঞ্জের ধানের শীষের সম্ভাব্য প্রার্থী ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক ও জামায়াত ইসলামীর ঘোষিত প্রার্থী ব্যারিষ্টার নজরুল ইসলাম গত এক সপ্তাহ ধরেই আরবের বিভিন্ন শহরে অবস্থান করছেন। তাঁরা সেখানে প্রবাসী ভোটার ও সমর্থকদের সাথে মতবিনিময় সভা করে নির্বাচনের প্রচারণা অব্যাহত রেখেছেন বলে দলীয় সূত্রে জানায়।

এবিষয়ে ঢাকা-১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার আবু আশফাকের ঘনিষ্ঠজন বিএনপি নেতা এরশাদ আল মামুন বলেন, তিনি গত ২৫ অক্টোবর আরবের কয়েকটি দেশে দলীয় নেতাকর্মী সমর্থক ও ভোটারদের সাথে সাক্ষাত করতে সফরে গেছেন। আগামী নির্বাচনে যাতে প্রবাসী ভাই বোনেরা ধানের শীষে ভোট দেয় তা নিয়ে কাজ শেষে নবেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফিরবেন। এছাড়া তিনি পবিত্র মক্কায় ওমরাহ পালন করবেন।

সৌদি আরব প্রবাসী যুবদল নেতা আরিফ মৃধা বলেন, দোহার নবাবগঞ্জের ধানের শীষের প্রার্থী আশফাক ভাইয়ের আগমণে সভার আয়োজন করা হয়। অনেক প্রবাসী (দোহার নবাবগঞ্জ এলাকার) উপস্থিত হয়ে নির্বাচনে তার পাশে থেকে কাজ করার আশ্বাস দিয়েছে। ভোটের দিনক্ষণ ঘনিয়ে আসলে অনেকে দেশেও ফিরে যাবেন। তিনি সৌদি আরব ছাড়াও কাতার দুবাই অবস্থানরত ভোটারদের সাথে দেখা করেছেন।

দোহার নবাবগঞ্জের জামায়াত ইসলামীর মিডিয়া সেলের সদস্য মোস্তাক আহমেদ বলেন, তাঁর দলের প্রার্থী ব্যারিষ্টার নজরুল ইসলাম গত ২৩ অক্টোবর সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সফরে যান। সেখানে তিনি প্রবাসী ভোটারদের সাথে মতবিনিময় করেন। তিনি বাহরাইনস্থ প্রবাসীদের কাছে ভোট চেয়ে বক্তব্য দেন। মধ্যপ্রাচ্য শেষে ইউরোপ ঘুরে তিনি আগামী ১০ নবেম্বর দেশে আসার কথা রয়েছে।

তিনি আরো বলেন, ঢাকা-১ আসনে নির্বাচনী মাঠে ৩০ বছর পর জামায়াত ইসলামী কাজ করছে। জনগণ যে পরিবর্তন আশা করে তা তাঁদের দ্বারাই সম্ভব। শিক্ষিত ও যোগ্য প্রার্থী নিয়েই তারা এবার মাঠে নেমেছেন। হিন্দু ও তাঁতী ভোটারদের দূর্গকে লক্ষ্য করে তাঁরা কাজ করছেন বলেও জানান এই নেতা।

এদিকে ঢাকা-১ আসনের নির্বাচনী মাঠের প্রধান দুটি দলের প্রার্থীরা একই সময়ে আরবভিত্তিক দেশগুলোতে প্রবাসী ভোটারদের সমর্থন পেতে সেখানে যাওয়ায় দোহার নবাবগঞ্জের সর্বস্তরের মানুষের মাঝে এক ধরনের কৌতুহল সৃষ্টি হয়েছে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই প্রার্থীর ছবি ও কর্মকান্ড তুলে ধরে ব্যাপক প্রচারণা ছড়িয়ে পড়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com