মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৮:৪৭ পূর্বাহ্ন

ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৭

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। এসময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ১৪৭ জন ডেঙ্গু রোগী।

সোমবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতদের মধ্যে তিনজন ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) একজন করে রয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৩২ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৯৮ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৬৬ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ২৮৪ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৪৫ জন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৫৬ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৬৫ জন, রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৭০ জন, রংপুর বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৯ জন ও সিলেট বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) নয়জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় এক হাজার ৪২ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এ পর্যন্ত মোট ৬৯ হাজার ৪৫২ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছর এ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৭২ হাজার ৮২২ জন। এর মধ্যে ৬৪ দশমিক এক শতাংশ পুরুষ এবং ৩৫ দশমিক নয় শতাংশ নারী। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ২৮৮ জনের মৃত্যু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com