মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৪:০৩ অপরাহ্ন

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৩

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২৬৯ জনে। যা অক্টোবর মাসে সর্বোচ্চ মৃত্যু বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই দিনে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৯৮৩ জন ডেঙ্গু রোগী। এ বছর মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৬৬ হাজার ৪২৩ জন, যা অক্টোবর মাসেই রেকর্ড ছাড়িয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ১৭১ জন। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২২৭ জন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৩ জন। আর সিটি করপোরেশনের বাইরে বরিশাল বিভাগে ১৪১ জন, চট্টগ্রাম বিভাগে ১১১ জন, খুলনা বিভাগে বিভাগে ৬২ জন ও ময়মনসিংহ বিভাগে ৪১ জন রয়েছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ৯৭০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com