বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৪:৪৭ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাবে কি-না তা নিয়ে যখন বিশ্বের মানুষ উৎকণ্ঠায়, তখন ট্রাম্পের প্রথম মেয়াদে হোয়াইট হাউসের সাবেক কমিউনিকেশন্স ডিরেক্টর অ্যান্থনি স্কারামুচি বলেছেন, ট্রাম্পের সিদ্ধান্ত গ্রহণে কোনো ধারাবাহিকতা বা নীতিভিত্তিক কৌশল নেই।
তিনি বিবিসি নিউজনাইটকে বলেন, এটা মুহূর্তের সিদ্ধান্ত, কোনো কৌশলগত চিন্তাভাবনা ছাড়াই নেয়া হয়।
স্কারামুচির দাবি, ট্রাম্পের মধ্যে নিজেকে কঠোর ও শক্ত নেতা দেখানোর যে নিরাপত্তাহীনতার অনুভূতি রয়েছে’, সেটাকে কাজে লাগাচ্ছেন ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। যেন ট্রাম্পকে যুদ্ধের দিকে ঠেলে দেয়া যায়।
ইরানে সরকার পতনের চেষ্টা নিয়ে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য জড়িত থাকার প্রসঙ্গে স্কারামুচি বলেন, গত দুই দশকে আমরা কিছুই শিখিনি। আমার কাছে এটা পরিষ্কার না যে এই ধরনের পরিবর্তনের নেতৃত্ব মার্কিনিদেরই নেয়া উচিত হবে কিনা।