বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০৩:০৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: গাজীপুরের টঙ্গীতে ফেমাস কেমিক্যাল লিমিটেডের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় দ্বগ্ধ নূরুল হুদা (৩৮) নামে আরও একজন ফায়ার ফাইটার মারা গেছেন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে দুই জন।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, ‘তার শরীরের শতভাগ দগ্ধ হয়েছিল।’
নিহত নুরুল হুদা ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার বাসিন্দা। তিনি ২০০৭ সালে ফায়ার সার্ভিসে যোগদান করেছিলেন। তিনি টঙ্গী ফায়ার সার্ভিসে কর্মরত ছিলেন।
এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে শামীম আহমেদ (৪২) নামে আরেক ফায়ার ফাইটারের মৃত্যু হয়।
উল্লেখ্য, গত সোমবার টঙ্গীর সাহারা মার্কেট এলাকায় ফেমাস কেমিক্যাল লিমিটেডের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে কেমিক্যাল বিস্ফোরণে টঙ্গী ফায়ার সার্ভিসের ৪ জনসহ মোট ৫ জন আহত হন।