শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধি॥ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সার ব্যবসায়ী হাজী আব্দুল লতিফ হত্যা মামলায় ২ জনকে যাবজ্জীবন কারাদন্ড ও ১ জনকে ৫ বছরের জেল দিয়েছে আদালত।
রোববার (১২ আগস্ট) দুপুর ১২ টার দিকে এ রায় প্রদান করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক গোলাম আযম। যাবজ্জীবন দন্ড প্রাপ্ত আসামীরা হলো- মোস্তাফিজুর রহমান ব্যানেট ও শামু আহমেদ।
আদালত সূত্রে জানা যায়, গত ২০১০ সালের ৪ এপ্রিল জেলার শৈলকুপা উপজেলার আহসাননগর গ্রামের সার ব্যবসায়ী হাজী আব্দুল লতিফ হাটফাজিলপুর বাজারে ব্যবসায়ীর পাওনা টাকা আনতে গিয়ে নিখোঁজ হয়। তিন দিন পর ওই বাজারে একটি গুদামের মেঝে খুড়ে তার লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের ছেলে মামুনুর রশিদ শৈলকুপা থানায় ৭ এপ্রিল ২০১০ সালে ৪ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। সাক্ষ্য প্রমান শেষে আদালত বগুড়া গ্রামের মাবুবুর রহমানের ছেলে মোস্তাফিজুর রহামন ব্যানেট ও কামান্না গ্রামের মৃত হিরু ডাক্তারের ছেলে শামু আহমেদকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ বছরের কারাদন্ড এবং বগুড়া গ্রামের আব্দুর রউফ মিয়ার ছেলে রাফু আহমেদকে ৫ বছরের কারাদন্ড দিয়েছে। এ ঘটনার অন্যতম আসামী শুকনাল ইতিপূর্বে বন্দুকযুদ্ধে নিহত হয়। ৫ বছরের কারাদন্ড প্রাপ্ত আসামী পলাতক রয়েছে।