শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে সচেতনতা বৃদ্ধিমুলক কর্মশালা

ঝিনাইদহ প্রতিনিধি॥ ঝিনাইদহে সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে সচেতনতা বৃদ্ধিমুলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ডা.কে আহম্মদ পৌর কমিউনিটি সেন্টারে এ কর্মশালার আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা বিআরটিএ অফিস।

ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোদেজা খাতুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, জেলা বিআরটিএ’র সহকারি পরিচালক বিলাস সরকার, এনডিসি খাইরুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ মো: হাসনাত। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, পরিবহন শ্রমিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা, সড়ক দুর্ঘটনা কমাতে ট্রাফিক আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি সচেতনতা বৃদ্ধির জন্য সকলের প্রতি আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com