মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধি॥
ঝিনাইদহে সাপের কামড়ে সাকিব হোসেন (১৪) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার সকালে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়র তার মৃত্যু হয়। সাকিব হোসেন ঝিনাইদহ সদর উপজেলার পৈলানপুর গ্রামের মুকুল মন্ডলের ছেলে। সে হাটগোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ছিল।
হরিশংকরপুর ইউনিয়নের ইউপি সদস্য আবু সালেক জানান, গরমের কারণে সাকিব প্রতিদিন ঘরের মেঝেতে ঘুমাতো। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাতেও ঘরের মেঝেতে ঘুমাচ্ছিল। মধ্যরাতে সাপ তাকে দংশন করে। রাতে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়ার পর বুধবার সকালে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাকিবের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।