শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধি॥ ঝিনাইদহে ব্যবসায়ী মিজানুর রহমান হত্যা মামলায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার দিনগত রাতে শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
সদর থানার অফিসার ইনর্চাজ এমদাদুল হক শেখ জানান, রাতভর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ব্যবসায়ী মিজানুর হত্যা মামলার এজাহার ভুক্ত আসামী সদর উপজেলার চাপড়ি গ্রামের নূরুল ইসলামের ছেলে সাঈদ হাসান ও ভুটিয়ারগাতী গ্রামের কেসমত আলীর ছেলে আব্দুস সামাদকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, টাকা সংক্রান্ত বিরোধের জের ধরে শুক্রবার রাতে শহরের বাস-টার্মিনাল এলাকার একটি ফার্মেসিতে ভূষিমাল ব্যবসায়ী মিজানুর রহমানকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।
এ ঘটনায় নিহতের মা রহিমা খাতুন বাদি হয়ে ফার্মেসী মালিক আমিরুল ইসলাম ও সাঈদ হাসানের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। তবে এ মামলার প্রধান আসামি আমিরুল ইসলাম এখনও পলাতক রয়েছে।