শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

ঝিনাইদহে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট খেলার উদ্বোধন

ঝিনাইদহ প্রতিনিধি॥ ঝিনাইদহে শুরু হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জেলার পর্যায়ের খেলা।

মঙ্গলবার সকালে শহরের বীরশ্রেষ্ট হামিদুর রহমান স্টেডিয়ামে এ খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাকাহীদ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, সদর থানার ওসি এমদাদুল হক শেখ, জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্র, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জীবন কুমার বিশ্বাস, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড. বিকাশ কুমার ঘোষসহ ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী দিনে সদর-কোটচাঁদপুর, কালীগঞ্জ-হরিণাকুন্ডু এবং মহেশপুর ও শৈলকুপা উপজেলা একাদশ মুখোমুখি হয়।

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মঙ্গলবার থেকে শুরু হওয়া এ আসর চলবে আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত। এতে ৬ টি উপজেলা ও পৌরসভা ফুটবল একাদশ অংশ নিবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com